বাবলু আকন্দঃ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মুক্তাগাছায় সচেতন নাগরিক কমিটির ( সনাক) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১১ টা ঘন্টা ব্যাপি মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ¯েøাগান সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে অ্যাক্টিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি), ইয়েস ও সনাক সদস্যগণ অংশ নেন। এসময় নারী ও শিশু ধর্ষণ, সহিংসতা বন্ধ ও বিচারের দাবিতে ১১ দফা উত্থাপন করা হয়।
মানববন্ধন চলাকালে মুক্তাগাছা সনাকের সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস গ্রæপের সহ-দলনেতা মোহাম্মদ আবু নাইম। স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি কাজী মনিরা তরফদার। বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সনাক সদস্য এম.ইদ্রিছ আলী প্রমুখ।
মানববন্ধনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সনাক, ইয়েস, এসিজি ও টিআইবি’র পক্ষ থেকে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরা হয়।
এসময় বৈষম্যবিরোধী আন্দোলন ও “নতুন বাংলাদেশ”- এর মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নারী ও শিশু ধর্ষণ এবং সব ধরনের যৌন নির্যাতন, সহিংসতা ও বৈষম্য প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব অপরাধের সাথে জড়িতদের দ্রæততম সময়ে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার পাশাপাশি অপরাধের শিকার পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করাসহ ১১ দফা দাবী পেশ করা হয়।
0 Comments