ফুলপুর প্রতিনিধিঃ ফুলপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭মার্চ) সকাল ১১টায় ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর তারাকান্দার দায়িত্বরত সেনা বাহিনীর ক্যাপ্টেন রুবাইয়াত, ফুলপুর পৌর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার (তদন্ত)আজহার।সভায় যানজট নিরসন সহ মুসলমানের ধর্মমিয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,জুয়া, মাদক, চুরি, চোরাচালান বাল্য বিবাহ,, ইভটিজিং,অন্যান্য অপরাধ সমূহ বন্ধে গুরুত্ব সহকারে সম্মিলিত ভাবে সবাইকে তা প্রতিহত করার আহবান জানান।
উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটিরসদস্য বৃন্দ উপজলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দায়িত্বরত চেয়ারম্যান, সাংবাদিক নেতৃবৃন্দ।
0 Comments