স্টাফ রির্পোটারঃ শহরের আকুয়ায় রাব্বি নামে এক এতিম শিশুর ওপর চালানো হয়েছে অমানবিক ও মধ্যযুগীয় কায়দায় ভয়ঙ্কর নির্যাতন। পারিবারিক বিরোধের জেরে প্রতিশোধ হিসেবে পাশের বাড়ির লোকেরা নির্মম কায়দায় তার ওপর হামলা চালায়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
জানা গেছে, রাব্বি স্থানীয় একটি মুরগির দোকানে কাজ করত। কিছু প্রতিপক্ষ কৌশলে তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায় আকুয়া বাইপাসে। সেখানে তার জিহ্বা কেটে ফেলা হয়, শরীরের চামড়া ছিলে নেওয়া হয় এবং পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। নির্মম অত্যাচারের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই নৃশংস ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফেসবুক, টুইটারে নেটিজেনরা "গর্জে উঠো ময়মনসিংহ" স্লোগানে প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অনেকে লিখেছেন, "এটা কোনো সাধারণ অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এতিম শিশুর ওপর এমন বর্বরতা মেনে নেওয়া যায় না।"
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকরা বলছেন, "এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ভয়ঙ্কর অপরাধ করতে সাহস না পায়।"
এই নির্মম ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়ে দেশবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে।
0 Comments