Header Ads Widget

 


ফুলপুরে জাতীয় ভোটার দিবস পালিত

 


ফুলপুর প্রতিনিধিঃ ফুলপুরে ৭ম জাতীয় ভোটার দিবস,তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’—প্রতিপাদ্যে ২ মার্চ (রোববার) দেশে ৭ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যলি করা হচ্ছে।


ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ খ্রিষ্টাব্দে ২ মার্চ থেকে দিনটি পালন করে আসছে সংস্থাটি।


২০১৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০১৯ খ্রিষ্টাব্দে থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।


এ দিবস উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই নির্বাচন কমিশন সচিবালয় হতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।


নির্বাচন কমিশন সূত্র জানায়, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং মাঠপর্যায়ে থানা বা উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


মাঠপর্যায়ে জেলা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতেও র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


সারা দেশের  ন্যয়, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার  সাদিয়া ইসলাম সীমার  সভাপতিত্বে  বিভিন্ন রাজনৈতিক দলের  নেতৃবৃন্দ,  বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments