বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার দাওগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৮)। তিনি মুক্তাগাছা উপজেলার খাজুলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে মোফাজ্জল হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মুক্তাগাছা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে দাওগাঁও এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি কামাল হোসেন আরও বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মুক্তাগাছাকে মাদকমুক্ত করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।"
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মোফাজ্জল হোসেন গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে মুক্তাগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments