বাবলু আকন্দঃ সারাদেশ ব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদে নির্যাতনকারী, ধর্ষক, মানুষরূপী পশুদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসীর দাবীতে মুক্তাগাছায় বিক্ষোভ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা মুক্তাগাছা উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল সহকারে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নিয়ে মানবন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসীবাদী হায়েনার রাজত্ব থেকে নিজেদের বুকের রক্ত ঢেলে আমরা স্বাধীনতা এনেছি এ সমাজ ব্যবস্থা দেখার জন্য নয়। এমন নিরস আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্ঠা, আইন-শৃঙ্খলা বাহিনী দেখার জন্য নয়।
হয় তারা তাদের দায়িত্ব পালন করুক। না হয়, দায়িত্ব ছেড়ে চলে যাক। আর একটি হত্যা, ধর্ষণ বরদাস্ত করা হবে না। ধর্ষকদের বিচার প্রকাশ্যে ফাঁসীতে ঝুলিয়ে করতে হবে। এ সময় উপস্থিত ছিলো ছাত্রনেতা খায়রুল ইসলাম, রাবেয়া আক্তার ইতি, মাহিন, আফিয়া ওয়াসীমা, আশরাফুল ইসলাম, জান্নাত, ফারিয়া সাফ্ফাত সূচী, সাকিবা স্বর্ণা, সামিদা খান, ইউশা আদিব, সাকিদা খান, শাম্মি জাহান প্রমূখ। মানববন্ধনে শতাধিক শিক্ষারর্থীরা ধর্ষণ বিরোধী ও ধর্ষকের শাস্তির লক্ষে বিভিন্ন ¯েøাগান সম্বলিত ফ্যাস্টুন হাতে নিয়ে কর্মসূচী পালন করেন।
0 Comments