বাবলু আকন্দঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার "উলামা বিভাগ" কর্তৃক আয়োজিত সম্মানিত উলামা, ইমাম ও খতিবদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইত্তেফাকুল উলামা মুক্তাগাছা উপজেলার নেতৃবৃন্দসহ শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি উলামা-মাশায়েখদের ইসলামী মূল্যবোধ প্রচার ও প্রসারে অবদান রাখার আহ্বান জানান এবং সমাজ গঠনে তাঁদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তারা ইসলামী ঐক্য ও সমাজ সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এবং ধর্মীয় নেতাদের ভূমিকার প্রশংসা করেন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন, এমন আয়োজন উলামা ও ইমামদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য সুসংহত করবে।
উল্লেখ্য, মাহফিলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানটি এক আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক পরিবেশে সম্পন্ন হয়।
0 Comments