Header Ads Widget

 


মুক্তাগাছায় সাংবাদিক মীর সবুরের মোটরসাইকেল চুরির ঘটনার প্রতিবাদে মানববন্ধন

 


স্টাফ রিপোর্টারঃ মুক্তাগাছা উপজেলায় সাংবাদিক মীর সবুর আহম্মেদের মোটরসাইকেল চুরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) জুম্মার নামাজের পর মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালন করা হয়, যেখানে সাংবাদিকেরা তাদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন দাবি জানান।


মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘আমার দেশ’ পত্রিকার প্রতিনিধিসহ সিনিয়র সাংবাদিক ফেরদৌস আলম, সাংবাদিক সাইফুজ্জামান দুদু, আইনজীবী নাজমুল হক, বিরাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ডাঃ মকামে মোহাম্মদ এবং ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম। এতে শতাধিক উপস্থিত ছিলেন সাংবাদিক, প্রতিষ্ঠানিক নেতৃবৃন্দ এবং মুক্তাগাছার সচেতন নাগরিকরা।


বক্তারা উল্লেখ করেন, জুলাই আন্দোলনের পরেও আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে এবং তারা রাজনৈতিক প্রভাব থেকে বের হয়ে কাজ করার আহ্বান জানান। সম্প্রতি সাংবাদিক মীর সবুর আহম্মেদের মোটরসাইকেলটি মুক্তাগাছা উপজেলা বিএনপির ইফতার মাহফিল থেকে চুরি হয়েছে, যা নিয়ে মুক্তাগাছাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে দখলবাজ, টেন্ডারবাজ এবং কালোবাজারীদের নাম রয়েছে, যা ওই সাংবাদিকের সুরক্ষার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


মানববন্ধন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে আর কোন সাংবাদিকের নিরাপত্তা হুমকির সম্মুখীন না হয়।

Post a Comment

0 Comments