Header Ads Widget

 


তাড়াইলের সর্ববৃহৎ ঈদের জামাত বেলংকা পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত


তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বেলংকা পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে তাড়াইল উপজেলার সর্ববৃহৎ ঈদের জামাত সকাল ৯,০০ গঠিকায় অনুষ্ঠিত হয়, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মানুষের সমাগমে মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যায় দীর্ঘ প্রায় সত্তর বছর যাবত বেলংকা, হাছলা,ইছাপশর, নগরকূল, বোরগাও এর এক অংশ এই পঞ্চগ্রামের মানুষ সম্মিলিত ভাবে এই মাঠ দুই ঈদের জামাত আদায় করে আসছে উক্ত মাঠে ঈদের জামাতে ইমামতী করেন ময়মনসিংহ খাগডহর মাদ্রাসার সাবেক মোহতামিম মুফতি তাইজুল ইসলাম কাশেমী নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, বিশেষ করে মাঠের মোতওয়াল্লি সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুজন তিনি অপারেশনের রুগী তাকায় উনার সুস্ততার জন্য খাস করে দোয়া করা হয়।  

Post a Comment

0 Comments