Header Ads Widget

 


ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রির্পোটারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে গত ১৯ মার্চ ২০২৫ অনুষ্ঠিত হলো ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি মোঃ শোয়াইব আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক মাহমুদের সঞ্চালনায় এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি রমজানের পবিত্রতা ও শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ও সিনিয়র সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা।


বক্তারা শিক্ষার্থীদের দায়িত্বশীলতা, নৈতিকতা ও একতাবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, দেশের জন্য, সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে। একতা ও সততার সাথে চললে জীবনে সফলতা আসবেই।”


সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা বলেন, “মুক্তাগাছার শিক্ষার্থীরা ঢাকায় অবস্থান করেও নিজেদের শেকড় ভুলে যায়নি, সেটাই সবচেয়ে বড় বিষয়। একে অপরের পাশে দাঁড়ানোর যে মানসিকতা তোমাদের মধ্যে আছে, তা ধরে রাখতে হবে।”


প্রধান অতিথি মুজিবুর রহমান বলেন, “শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমাদের হাতেই আগামী দিনের নেতৃত্ব। নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।”

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন কয়েকজন শিক্ষার্থী। তারা বলেন, মুক্তাগাছার শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে।


পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয় এবং পরে ইফতার পরিবেশন করা হয়। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Post a Comment

0 Comments