বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছার ২নং বড়গ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু।
ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দসহ প্রায় চার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাকির হোসেন বাবলু বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে আমাদের ভূমিকা থাকবে দৃঢ়। এই রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়, যা আমাদের রাজনৈতিক আদর্শকেও শক্তিশালী করে।”
0 Comments