বাবলু আকন্দঃ ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা একত্রিত হন।
সাংবাদিকদের অভিযোগ, প্রধান কার্যালয় দখল এবং অযৌক্তিক অজুহাতে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং বলেন, এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল।
মানববন্ধনে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সুরুজ্জামান অর্ণব। এছাড়া বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার ব্যুরো প্রধান আবু সালেহ মো. মুসা, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রুবেল, দৈনিক দিনকাল-এর আমানুল্লাহ আকন্দ, দেশ টিভির ইলিয়াস আহমেদ, দৈনিক ভোরের ডাক-এর বেলাল আহমেদ, দীপ্ত টিভির মাহমুদুল হাসান মিলন, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস-এর সিনিয়র রিপোর্টার মঞ্জুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার হামিমুর রহমান, আরটিভির খোকন আহমেদ, দৈনিক মানবজমিন-এর এনায়েতুর রহমান, দৈনিক স্বজন-এর এমএ আজিজ, দৈনিক করতোয়া-এর নজিব আফরাফ, আমাদের সময়-এর রুশু, কালবেলা-এর দেলোয়ার হোসেন, আনন্দ টিভির হামিমুর রহমান এবং এটিএন বাংলার শাহ আলম উজ্জ্বল, যায়যায়দিন মুক্তাগাছা প্রতিনিধি মামুন আল কাইয়ুমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এ সময় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকরাও একাত্মতা প্রকাশ করেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
0 Comments