Header Ads Widget

 


মুক্তাগাছায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

 মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় সাংবাদিক মীর সবুর আহাম্মেদের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সংগ্রহের সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।


সাংবাদিক মীর সবুর একজন গণমাধ্যমকর্মী, যিনি দীর্ঘদিন ধরে উপজেলায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় কাজ করে আসছেন। তিনি মুক্তাগাছার আইনশৃঙ্খলা, সামাজিক সমস্যা এবং নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ পরিবেশন করে থাকেন। তার মতে, এই চুরির ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি তার চুরি যাওয়া মোটরসাইকেল ফিরে পাওয়ার দাবি জানান এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করেন।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানায়, উপজেলার জাতীয়তাবাদী দলের অফিসের সামনে থেকে মোটরসাইকেলটি ইফতার চলাকালীন সময়ে চুরি হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মীর সবুর আহম্মেদ একটি অভিযোগ করেছেন। বিষয়টি পরিকল্পিতভাবে ঘটনার সম্ভাবনা রয়েছে। আমাদের তদন্ত চলমান।

Post a Comment

0 Comments