বাবলু আকন্দঃ মুক্তাগাছায় মরহুম হযরত আলী স্মৃতি স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২নং বড় গ্রাম ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা কালীন সাবেক সফল সাধারণ সম্পাদক প্রয়াত হজরত আলীর মাগফেরাত কামনায় শুক্রবার (১৪ মার্চ) মরহুম হযরত আলীর পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মাহবুবুল হাসান রোকন এর তত্বাবধানে সৈয়দপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের আগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাস মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং মরহুম হযরত আলী স্মৃতি স্মরণে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান খান খোকন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং বড়গ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুদ্দিন আহমেদ বাবুল, সৈয়দপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, ২নং বড়গ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান সবুজ, যুগ্ম আহ্বায়ক মো. রাজ্জাক মেম্বার, সাবেক ছাত্রদল সভাপতি মো. দুলাল মাষ্টার, যুগ্ম আহ্বায়ক মো. কাজল খান, যুগ্ম সম্পাদক মো. গোলাম মাহফুজ খান কাজল, সদস্য মো. নেকবর আলী মন্ডল, মো. ফজলুল হক, মো. কাদের ফকির প্রমুখ।
মরহুম হযরত আলী স্মৃতি স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলে প্রায় ২ হাজার ধর্মপ্রাণ রোজাদার মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে আত্মসংযম ও পরিশুদ্ধ চেতনা গড়ে তোলার মাধ্যমে ব্যক্তি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমাদের দেশের অবকাঠানো উন্নয়ন যেন টেকসই ও জনকল্যাণমুখী হয় ও মরহুম হযরত আলীর সততা, নিষ্ঠা ও মানবিকতার যে অবদান রেখে গেছেন তার স্মৃতিচারণ করে দোয়া করেন। পরে দেশ ও জাতির কল্যাণে, শান্তি অগ্রগতি ও মরহুম হযরত আলী স্মৃতি স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মরহুম হযরত আলী স্মৃতি স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের মতো মহতি কাজে ধর্মপ্রাণ রোজাদার মুসল্লি ও এলাকার সাধারণ মানুষ অংশ নিয়ে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং নৈতিক দায়িত্ব পালনের প্রতি আরও উৎসাহিত হন বলে জনান আয়োজক, মো. মাহবুবুল হাসান রোকন।
0 Comments