মুক্তাগাছা প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মুক্তাগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় মুক্তাগাছা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড় প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌর পাঠাগার অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের আবৃত্তি প্রশিক্ষক তৃষ্ণা দেবনাথের সঞ্চালনায় ধারাপত্র পাঠ করেন সনাক, ইয়েস সদস্য আফরিন সুলতানা মিথি। এ সময় আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা শাখার প্রোগ্রাম অফিসার লুমি রোজারিও, শিক্ষা অফিসার কবিতা নন্দী, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, মুক্তাগাছা পৌরসভার সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. সাদেক মিয়া প্রমুখ।
মুক্তাগাছা পৌরসভার আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সচেতন নাগরিক কমিটি (সনাক), নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি, টিআইবি এর সহযোগিতায় স্বাগত স্বগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের আবৃত্তি প্রশিক্ষক তৃষ্ণা দেবনাথ। র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন নারী সংগঠনের প্রায় ৩ শতাধিক নারী উপস্থিত ছিলেন।
0 Comments