স্থানীয় সূত্রে জানা যায়, হতরপাড়া গ্রামের মৃত হোসেন আলী সরকারের ছেলে জয়নাল আবেদিন নিজ গ্রামে একটি কৃষি খামার গড়ে তুলেছেন, যেখানে রয়েছে কয়েকটি পুকুর, গরুর খামার ও নার্সারি। অভিযোগ রয়েছে, একই গ্রামের হারুন, ইস্রাফিল, আল-আমিন, মোফাজ্জলসহ একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে খামারের চারটি পুকুরের মাছ লুট করে নেয়। এছাড়া গরুর খামারে ব্যাপক ভাঙচুর চালিয়ে স্টিলের দরজা ও পানির ট্যাংকিও লুট করে নিয়ে যায়।
শুক্রবার সকালে হারুন ও ইস্রাফিলের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি সশস্ত্র দল খামার এলাকায় জড়ো হয় এবং পুকুরের পানি সেচের জন্য যন্ত্র বসিয়ে মাছ লুটের চেষ্টা চালায়। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পানি সেচের সেলু মেশিন জব্দ করে। এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একটি পানি সেচের মেশিন জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এলাকাবাসী এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
0 Comments