Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় আন্তঃজেলা গরুচোর চক্রের ৬ সদস্য আটক

 

ফুলবাড়িয়া প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রাম থেকে চুরি হওয়া গরুসহ আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় ৬ সদস্য কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
 সোমবার (১৭ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত চোরদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান।


গ্রেপ্তারকৃত চোররা হলেন, বগুড়ার ধুনট উপজেলার ছালেক আকন্দ ওরফে মালেক (৪৯) গাইবান্ধার সাজেদুল ইসলাম (২৬) মো. মোস্তফা (৩০) মো. মিনারুল(৩০) টাঙ্গাইলের মধুপুর উপজেলার তোজাম্মেল হক ওরফ তোজা (৩৮) ও বগুড়ার কাহালু উপজেলার রেজাউল করিম (৪২)


     পুলিশ জানায়, গত রোববার উপজেলার  রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামের কৃষক লাল মিয়ার গোয়াল ঘর থেকে কালো রংয়ের ১টি গাভী চুরি হয়ে যায়। গরুর সন্ধানে অনেক খোঁজাখোঁজির পরেও কোন সন্ধান না পেয়ে ভুক্তভোগী এ সংক্রান্তে ফুলবাড়িয়া থানায় একটি  মামলা দায়ের করেন।


পরে মামলার তদন্তকারী এস আই লিটন বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশি তৎপরতা শুরু করে এরই মধ্যে  সংবাদ পান পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর ধামালিয়া বাজার এলাকায় স্থানীয় জনতা একটি নাম্বারবিহীন পিকআপসহ ৬ গরুচোরকে গণপিটুনি দিয়ে মধুপুর থানায় সোপর্দ করেছে। তাৎক্ষণিক এস আই লিটন সঙ্গীয় অফিসার বাদীকে মধুপুর থানায় নিয়ে গিয়ে  গরু সনাক্ত করেন। চোরাই গরু উদ্ধার করে চোরসহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ও বোল্ট কাটার জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসেন।


ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, এ চক্রটি সারাদেশে ট্রাক ও পিকআপ যোগে চলাফেরা করে সুযোগ বুঁজে গরু চুরি করেন। চুরিই তাদের একমাত্র পেশা।  তাদের প্রত্যকের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

Post a Comment

0 Comments