বাবলু আকন্দ: মুক্তাগাছার ১০ নং খেরুয়াজানি ইউনিয়নের এক গ্রামে এক রোগীর চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। অভিযুক্ত কবিরাজের নাম আব্দুল খালেক, যিনি নবীনগঞ্জ বাজারের উত্তর পাশে গড়বাজাইল বাজার সংলগ্ন এলাকায় পূর্ণিমা ও আমাবস্যার সময় বিভিন্ন রোগের চিকিৎসা দিতেন।
জানা গেছে, শুক্রবার (১৪ মার্চ) সকালে মুক্তাগাছা শহর থেকে এক নারী রোগী চিকিৎসার জন্য তার কাছে যান। পরে তিনি কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালেকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ ছিল, তবে সেগুলো ধামাচাপা পড়ে যায়। তবে এবার বিষয়টি মুক্তাগাছা থানায় পৌঁছালে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। ভুক্তভোগীর অভিযোগ যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন অপরাধ করতে সাহস না পায়।
0 Comments