Header Ads Widget

 


শান্তি প্রিয় পরিবেশে ভিজি এফ চাউল বিতরন করলেন জাওয়ার ইউনিয়নের চেয়ারম্যান রতন

 


তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদে ইদুল ফিতর উপলক্ষে দশ কেজি করে চাউল দিয়ে রেকর্ড তৈরি করলেন জাওয়ার ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক রতন, এবার ইদুল ফিতরে জাওয়ার ইউনিয়নে ৩৪.৫০০ মে,টন চাউল বরাদ্দ দেওয়া হয়, যা  ৩৪৫০ টি পরিবারের জন্য। 

তিন দিন অক্লান্ত পরিশ্রম করে অদ্য ২৬/৩/২৫ ইং রোজ বৃহস্পতিবার শেষ করেন ভিজি এফ চাউল বিতরন কর্মসূচি, এলাকার সাধারণ জনগন চাউল পেয়ে অনেক খুশি, তা ছাড়া একমাত্র  জাওয়ার ইউনিয়নেই সঠিক মাপে চাউল পেয়েছেন এই চেয়ারম্যান বলেন আমি প্রতি কার্ডে ৯ কেজি ৫০০ গ্রাম করে দিচ্ছি সরেজমিনে তাই দেখা মিলল মানবিক চেয়ারম্যান ইমদাদুল হক রতন আর ও বলেন মাল গোদাম থেকে উত্তোলনের পর প্রতি বস্তায় দুই কেজি কম হয়, তাও পরিক্ষা করে সরেজমিনে দেখা হয়, তিনি জানান কম না হলে পুরা দশ কেজি দিতে তার কোন আপত্তি নাই তিনি বলেন গরিবের মাল গরিবে পাক আমি চাই, বেলংকা গ্রামের হাফিজুল ও আনজু ভুইয়ার সাথে কথা হলে  তারা দুই জনেই এক বাখ্যে চেয়ারম্যান রতন ভুইয়ার কথা সুনাম করেন বলেন আমাদের চেয়ারম্যান গরিব মানুষের সাথে সব সময় খুজ খবর নেন ইছাপশর গ্রামের জহুরা ও আমেনার মুখে চাউল পেয়ে মলিন মুখে হাসির রেখা ফুটে উটে তারা বলে আমরা রোজা রেখে চেয়ারম্যান সাহেব কে দোয়া দেই তিনি যেন দীর্ঘ আয়ু লাব করেন। 

Post a Comment

0 Comments