Header Ads Widget

 


ময়মনসিংহে জলমহল ক্লাবের এক যুগ পূর্তি উদযাপন


 ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন "জলমহল ক্লাবের এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে।


শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নগরীর আকুয়া বাইপাস মোড়স্থ  এলাকায় দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে সংগঠনটির এক যুগ পূর্তি উপলক্ষ্যে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করা হয়।


এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক একেএম নজরুল ইসলাম, সমাজসেবক হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কায়সার আকন্দ জাহাঙ্গীর, আলমগীর আকন্দ, জামান আকন্দসহ প্রমূখ।


এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিয়াম আল হাসান শুভ, হাবিবউল্লাহ, রবিউল আউয়াল রবি, মাহমুদুল হাসান আনিস, মনি আকাশ, ইমরান হাসান, ইব্রাহিম খলিল, রাকিবুল ইসলাম, আল আমিন, তানজিলুর রহমান মীম, শাকিল, আমিনুল ইসলাম রাজ, মুহিব্বুল্লাহ, সাদিসহ অন্যান্যরা।


উল্লেখ্য, ২০১২ সালে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে 'জলমহল ক্লাব'। প্রতিষ্ঠার পর থেকেই সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

Post a Comment

0 Comments