Header Ads Widget

 


ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা


 ফুলপুর প্রতিনিধিঃ অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ফুলপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ মার্চ) বেলা ১১ টায় ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উক্ত আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার  সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা নির্বাচন অফিসার বেলাল খান,আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, ফুলপুর মহিলা ডিগ্রি  কলেজের অধ্যাপিকা মাহমুদা সুলতানা প্রমুখ।  


এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অনেকেই।এ সময় বক্তাগন বলেন বর্তমান সময়ে নারীদের সম অধিকার থাকলেও কিছু ক্ষেত্রে নারীরা  নিরাপত্তা হীনতায় রয়েছে। সমাজে নারীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেও এখনো পুরোপুরিভাবে নারীর  স্বাধীনতা অর্জিত হয়নি।  এই জন্য আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে।

আমরা সমাজে নারী পুরুষের ভেদাভেদ তৈরি করতে চায় না আমরা মানুষ পরিচয়ে বসবাস করতে চায়। বক্তাগন বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করেন।

Post a Comment

0 Comments