Header Ads Widget

 


সাইদুর ফরাজির রোগমুক্তি কামনায় দোয়া ও পথচারীর মাঝে ইফতার বিতরণ


 বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছায় পবিত্র রমজান মাস উপলক্ষে সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা মো. সাইদুর রহমান ফরাজির রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও ছয় শতাধিক পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে পৌর শহরের ডাকবাংলোর সামনে এ কে স্টুডেন্ট ফোরামের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইফতার বিতরণের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শহিদুল ইসলাম শহিদ। তিনি বলেন, "সাইদুর রহমান ফরাজি ছাত্র সমাজের আইকন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমরা তার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।" বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আসাদ ফরাজি, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল, যুগ্ম আহ্বায়ক সুলাইমান আহমেদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রাকিব, ৮ নম্বর দাওগাও ইউনিয়ন ছাত্রদল সভাপতি আহমেদ আল আমিন, ৬ নম্বর মানকোন ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিব, বাশাটি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মানিক, কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ সরকার, উপজেলা ছাত্রদল নেতা ইসরাফিল হোসাইন, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, আলাল মির্জা, দেলোয়ার হোসেন, ছাত্রনেতা মেহেদি হাসান খান সাফি এবং সরকারি সদত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ মৃদুলসহ আরও অনেকে।


এ কে স্টুডেন্ট ফোরামের নেতারা বলেন, "রমজান শুধু সংযমের মাসই নয়, বরং এটি দান ও মানবতার সেবার মাস। আমরা আমাদের প্রিয় নেতা সাইদুর রহমান ফরাজির সুস্থতার জন্য দোয়া করছি এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আনন্দিত।"


অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া পরিচালনা করা হয়, যেখানে সাইদুর রহমান ফরাজির দ্রুত রোগমুক্তি কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments