ফুলপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের দিন প্রচন্ড তাপপ্রবাহে তরমুজের বাজার উর্ধ্বমুখী। সোমবার(৩১ মার্চ ২৫ইং) ফুলপুর উপজেলার বালিয়া বাজারে দুপুর থেকেই ক্রয় বিক্রয় চলছে তরমুজ।দামে চড়া থাকলেও তরমুজ ক্রয়ে দিধা করছে না ক্রেতাগন।
ক্রেতা ফয়সাল বলেন,আজ ঈদের দিন নানা বাড়ী যাইতেছি। প্রচুর গড়ম তাই নানুর জন্য ৩৫০ টাকা দিয়ে একটি তরমুজ নিয়েছি। ক্রেতা ফরিদ বলেন, তরমুজ, মিষ্টি,লেবুর চাহিদা অধিক, লেবু,তরমুজ,মিষ্টির বাজারও চড়া।
বালিয়া পূর্ব বাজার তরমুজ ব্যবসায়ি আইয়ুব খান জানান, তরমুজের চাহিদা বেশি, আমাদের তরমুজ বেশি দামে কেনা, কিছুলাভ করতে হবে তাই আমরা কেনা দাম থেকে কিছু বেশি নিয়ে থাকি। প্রতি পিস তরমুজ ১৫০ থেকে ৪০০ চারশত টাকায়,আবার প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি করছি। আল হামদুলিল্লাহ তরমুজ বিক্রিকরে ভালো লাভ হবে।
0 Comments