বাবলু আকন্দঃ পবিত্র রমজান মাসে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর মুসলিম নির্যাতনের প্রতিবাদে মুক্তাগাছায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় বড় মসজিদের সামনে ইত্তেফাকুল উলামা ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত এই সমাবেশে হাজারো মানুষ অংশ নেয়। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জনতা মিছিলসহকারে উপস্থিত হয় এবং ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জনের দাবিতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।
বড় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামা বাংলাদেশ মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আক্রাম হোসেন, ইত্তেফাকুল উলামা মুক্তাগাছার সাধারণ সম্পাদক মাওলানা আমানুল্লাহ রাহমানি, মাওলানা জাকির হোসেন মুকাররমি, মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাওলানা আশিকুর রহমান, হাকিম কামরুল হাসান ও মাওলানা মতিউর রহমান প্রমুখ।
বক্তারা ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "নারী-শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে, অথচ তথাকথিত বিশ্ব মোড়ল আমেরিকা, জাতিসংঘ এবং ভারত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তবে সেদিন আর বেশি দূরে নয়, ইনশাআল্লাহ, একদিন পেন্টাগনের ওপর কালেমার পতাকা উড়বে।"
সমাবেশ শেষে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
0 Comments