তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের উত্তর শেকান্দনগর গ্রামের মৃত জুবেদ আলীর বাড়িতে প্রবেশ এর রাস্তা কে কেন্দ্র করে ঝগড়ার শৃষ্ঠি হয় বলে প্রত্যক্যদর্শীদের বরাদ দিয়ে জানা যায়, ১লা মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে শাতটার দিকে এই মারামারির গঠনাটি গঠে।
মৃত জুবেদ আলীর বড় ছেলে আঃ হেলিম প্রতিদিনের ন্যায় নিজ বসত গড়ে ছিলেন পুর্ব পরিকল্পিত ভাবে প্রতিবেশী মৃত এয়াকুব আলীর ছেলে সাইকুল ইসলাম সালতু গড় থেকে ডেকে বাহির করে রাস্তা নিয়ে কথা কাটা কাটি করে এক পর্যায়ে সালতুর ছোট ভাই মোস্তফা ও সালতুর ছেলে রাসেল, ও মুহিবুল সালতুর সালক মাসুদ জোর জবরদস্তি করে গড় থেকে দুর নিয়ে হাতে তাকা রড দিয়ে এলোপাতাড়ি আগাত করে যা হাত ও মাথায় গুরুতর আহত হয়ে বর্তমানে তাড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ভুক্ত ভোগী আঃ হেলিম এর ভাই গোলাপ মিয়া ও আঃ হামিদ দুই জনের সাথে কথা হলে তারা দুই ভাই দেশের খবর প্রতিনিধি কে জানান ভুক্ত ভোগীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের আশ্রয় নিয়েছি থানায় অভিযোগ দায়ের করেছি আশা করি আইনে সঠিক বিচার পাব।
0 Comments