Header Ads Widget

 


মুক্তাগাছায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামাতে ইসলামী ৯ নং কাশিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত এ মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মুক্তাগাছা উপজেলা আমির অধ্যাপক মাহমুদ শামসুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ এবং উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তফা রায়হান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামী ৯ নং কাশিমপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইমরান হোসাইন।প্রধান অতিথি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, "রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের তাকওয়া অর্জনের সুযোগ করে দেয়। রোজার মাধ্যমে আমরা আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যশীলতার শিক্ষা গ্রহণ করি। বর্তমান সমাজে ইসলামি মূল্যবোধ চর্চা এবং প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"


বিশেষ অতিথি অধ্যাপক মাহমুদ শামসুল হক বলেন, "রমজান শুধুমাত্র উপবাসের মাস নয়, এটি ত্যাগ, সংযম ও পরিশুদ্ধ হওয়ার মাস। ইসলামি সমাজ প্রতিষ্ঠায় আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।"মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ বলেন, "ইসলামের সৌন্দর্য ও মহিমা প্রচারে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রমজান আমাদের সৎকর্মের প্রতি উৎসাহিত করে এবং পরকালীন কল্যাণের পথে ধাবিত করে।"

সভাপতির বক্তব্যে মাওলানা ইমরান হোসাইন বলেন, "এই আয়োজনের মাধ্যমে ইসলামের শান্তির বার্তা প্রচার করা এবং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। আমাদের জীবনে ইসলামি মূল্যবোধ বাস্তবায়ন করতে হবে।"


অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য কল্যাণ কামনা করা হয়। পরে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।এই আয়োজনটি মুক্তাগাছার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি চমৎকার ধর্মীয় অনুভূতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।

Post a Comment

0 Comments