তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিন্দা নয়াপাড়া গ্রামে একই গোএের লোকদের মাঝে জমাজমির বাগভাটোয়ারা নিয়ে কথা কাটা কাটির একপর্যায়ে ঝগড়ায় দুইজন গরুতর আহত হয়েছে, এই জায়গা জমি নিয়ে বিরোধ বিগত ২০২৩ ইং শাল থেকে বিরাজ মান এলাকার গন্যমান্য ব্যক্তিগন বারবার দেনদরবার করে মিল মিশাদ করে দিলেও সোহাগ মিয়া সুজন মিয়া গং রা তা মানতে নারাজ নিরিহ কামাল মিয়াকে কোন মতেই স্বস্তিতে তাকতে দিবেনা ২০২৩ সালে কামাল মিয়ার মাকে মাইর পিট করছে যার অভিযোগ থানানায় দাখিলের পর এলাকার চেয়ারম্যান মেম্বার বসে শেষ করে,
জানাগেছে ৪/৪/২০২৫ ইং রোজ শুক্রবার সকাল ৬.৩০ মিনিটে সিন্দা গ্রামের আলম মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তায় পায়চারি করতে যান জকমী কামাল মিয়া (৫০) সেখানে উৎ পেতে থাকা সোহাগ মিয়া (২৫) মোঃ সেলিম মিয়া (৩০) উভয় পিতা মৃত আবু তাহের মোঃ সুজন (৩০) মোঃ মোস্তকিম মিয়া (২১) আল আমিন (২৫) মোঃ বিল্লাল মিয়া (২৮)মোঃ রুহুল আমিন (২৩) সর্ব পিতা মৃত আলতাব উদ্দিন সর্বসাং সিন্দা নয়া পাড়া তারা পুর্ব পরিকল্পনা মতো কামাল মিয়ার উপর আক্রমন করে তার ডাক চিৎকার শুনে তার ছেলে মহসিন এগিয়ে এলে তাকে লিলাফুলা আগাত করে, জকমী কামাল মিয়া কে মাথায় ও শরীরের বিভিন্ন স্হানে আগাত করে ফেলে রেখে গঠনা স্হল ত্যাগ করে, সোহাগ সুজন গং রা স্হানীয় লোকজন কামাল ও মহসিন মিয়া কে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে কামাল মিয়া চিকিৎসারত অবস্থায় আছে শেষ খবর পাওয়া পর্যন্ত জকমী কামাল মিয়া বাদী হয়ে তাড়াইল থানায় সাত জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে।
0 Comments