মুক্তাগাছা প্রতিনিধিঃ দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনাজুল ওরফে আনোয়ার হোসেন আকাশ (৪০) অপরজন যুবলীগের কর্মী এমদাদুল হক (৪০)।
শুক্রবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-১৪ ও ১৫ তারিখ-৩০/০৮/২০২৪ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসম ১৪৩/৪৪৭/৪৪৮/৫০০/৪৩৫/৪২৭ পেনাল কোড রয়েছে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, বিশেষভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। ডেভিল ধরতে অভিযান আরও গতিশীল হবে।
0 Comments