Header Ads Widget

 


স্বাধীন ফিলিস্তিন ও ইসরাইলী পন্য ভয়কটের দাবীতে তাড়াইলে বিক্ষোভ মিছিল


 তাড়াইল প্রতিনিধিঃকিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অদ্য ৭ ই এপ্রিল রোজ সোমবার স্বাধীন ফিলিস্তিন ও ইসরাইলী পন্য বয়কটের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা উলামা পরিষদের উদ্দোগে বিক্ষোভ মিছিল পরিচালিত হয়, সকাল দশটা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হয় তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে দুপুর দুই গটিকায় শিশুর প্রতিকি লাশ নিয়ে মিছিল শুরু করে ইসরাইলী বরবরতম হামলায় হাজার হাজার অবুঝ শিশুর প্রান ঝড়ছে যা দেখে আর শয্য করা দুস্কর  উপজেলার প্রায় একশ টির মত  কওমি মাদ্রাসার ছাএ ও তৌহিদী জনতা এই মিছিলে অংশ গ্রহন করে।

 তাড়াইল উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওঃ ফয়েজ উদ্দিন  ও সাধারণ সম্পাদক  মাওঃ জুবায়ের আহম্মেদ মাওঃ লুৎফর রহমান এর নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে এসে শেষ করে। 

Post a Comment

0 Comments