স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়নের তারাপুর সেনেরচর গ্রামে মাদক ব্যবসা, জুয়ার আসর, গরু চুরি ও কবরস্থান থেকে লাশ চুরির অভিযোগে অভিযুক্ত "খিচুড়ির গোষ্ঠী" নামে পরিচিত মিজান (২৮) ও তার সহযোগী আসাদুলের (২৬) বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজান ও আসাদুল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কতিপয় প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তাদের অত্যাচারে শুধু তারাপুর সেনেরচর গ্রামই নয়, পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার বৈঠামারী এবং শেরপুর জেলার নকলা থানার চর অষ্টধর ইউনিয়নের মানুষও অতিষ্ঠ হয়ে পড়েছিল।
গরু পালন করে জীবিকা নির্বাহ করা চরাঞ্চলের অসহায় মানুষের শেষ সম্বল রাতের আঁধারে চুরি করে বিভিন্ন হাটে বিক্রি করত এই চক্রটি। এমনকি তারা কবরস্থান থেকে লাশ চুরির মতো জঘন্য অপরাধেও জড়িত বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, বিগত চার-পাঁচ বছর আগে এই চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হলেও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তাদের দৌরাত্ম্য আরও বেড়ে যায়। গত দু-তিন দিন আগে তারাপুর সেনেরচর যৌথ কবরস্থান থেকে কয়েকটি লাশ চুরি হলে এলাকাবাসী মিজান ও আসাদুলকে সন্দেহ করে। জনতার চাপের মুখে তারা লাশ চুরির কথা স্বীকার করে। পরে তাদের ছেড়ে দেওয়া হলে তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।
তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শত শত গ্রামবাসী গত কাল ২৩ এপ্রিল বেলা ১২টার দিকে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই পরিস্থিতির জন্য স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতাকেই দায়ী করেছেন।
0 Comments