ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ইংসালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) হাজী কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মিনারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ উত্তর জেলা শাখার সহ-সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী আন্দোলন ফুলপুর উপজেলা শাখার সভাপতি ও ফুলপুর ক্বাসিমূল উলূম মাদ্রাসার পরিচালক মুফতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক রুহুল আমিন মাস্টার।ইসলামী আন্দোলন ফুলপুর পৌর শাখার সভাপতি ও উপদেষ্টা মাওলানা এ. কে. এম. জালাল উদ্দিন সহ আরও অনেকে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে দোয়ার মাধ্যমে তা শেষ হয়।
0 Comments