ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পূর্বশক্রতার জেরে ও চাঁদার টাকা না পেয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে মারধর করায় থানায় লিখিত অভিযোগ করেছে কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের মোঃ জামাল উদ্দিন। ছেলেটি পৌর সদরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। লিখিত অভিযোগে জানাযায়, গত ৭ এপ্রিল রাতে আমার বড় ভাই মোঃ মোকছেদ আলীকে পূর্বশক্রতার জেরে মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে তার ছেলেসহ আরো অজ্ঞাত ৬ থেকে ৭ জন লোক তাকে ধরে নিয়ে আটকে রেখে মারধর করে এবং ৪ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্কুল পড়ুয়া ছেলে মোঃ নয়ন মিয়া (১৭)কে লাঠি ও লোহার রড় দিয়ে এলাপাথারী আঘাত করে। ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তার চিকিৎসা চলতেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় লোকজন জানান, এরা অত্যন্ত এলাকায় খারাপ প্রকৃতির লোক। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। মজিবুর রহমান আওয়ামীলীগের কোন পদে না থাকলেও তারা বিগত দিনে আওয়ামী নেতৃত্বের ছত্রছায়ার প্রভাব খাটিয়ে এলাকায় অনেক নিরহ মানুষকে হয়রানি করছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আবুল কালাম বলেন, এ ঘটনা আমি লোকমুখে শুনেছি। কোন পক্ষই আমাকে জানায়নি।
এ ব্যপারে মামলার তদন্তকারী অফিসার মোঃ আঃ আলীম জানান,অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments