Header Ads Widget

 


শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল মুক্তাগাছা: ছাত্রদলের মানববন্ধনে ফাঁসির দাবী

 


বাবলু আকন্দঃ  ময়মনসিংহের মুক্তাগাছায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। এই বর্বর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে  শুক্রবার জুমার নামাজের পর জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের প্রায় ৫শ নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্ষিতার পরিবার অংশ নেয়।


মানববন্ধনে বক্তারা গ্রেফতার হওয়া মূল আসামি দুলাল উদ্দিন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান।


উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, একটি নিষ্পাপ শিশুর উপর এমন নৃশংসতা কোনো মানুষ করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


সদস্য সচিব আসাদ ফরাজী বলেন, আমরা শুধু প্রতিবাদ জানাচ্ছি না, আমরা বিচার চাই—দ্রুততম সময়ে, দৃষ্টান্তমূলকভাবে।


উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম বলেন আমরা সবাই মর্মাহত,যে নর পশু আমাদের সবার বোন মীম আক্তারের সাথে কলংঙ্কিত ঘটনা ঘটিয়েছে আমরা তার কঠিন বিচার চাই। বাংলাদেশ ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের নির্দেশে মীমের পরিবারের পাশে দাড়িয়েছি।


উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ রব্বানী বলেন আমি এই নেক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।অবিলম্বে দ্রুত বিচার দাবী জানাচ্ছি ।


পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল বলেন, আমাদের এই মানববন্ধন একটি বার্তা—যারা শিশুদের উপর এই বর্বরতা চালায়, তারা সমাজের কুলাঙ্গার, এবং তাদের কোনো ক্ষমা নেই।


মানববন্ধনে ধর্ষণের শিকার শিশুটির দাদা রিকাত উল্লাহ, চাচা শফিকুল ইসলাম, ভাই মানিক মিয়া ও আলম হোসেন আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের মেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, আমরা কোনো রাজনীতি চাই না, শুধু ন্যায়বিচার চাই। আমরা চাই দুলালের ফাঁসি হোক।

উল্লেখ্য, মহিষতারা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে রাতভর ধর্ষণ করে পাশবিকতা দেখায় মো. দুলাল। পুলিশ তাকে ইতোমধ্যে আটক করে কারাগারে প্রেরণ করেছে। ভিকটিম শিশুটি এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসীর দাবি, এই ঘটনার দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দেশে এমন অপরাধের বিরুদ্ধে শক্ত বার্তা দেওয়া হোক।

মানববন্ধনের একটাই স্লোগান ছিলো—দুলালের ফাঁসি চাই, শিশুর নিরাপত্তা চাই।

Post a Comment

0 Comments