তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তাড়াইল উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা বিদ্যা নিকেতনের মাঠে বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক।
বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা এল,জি,ডি প্রকৌশলী জাহিদ হাসান,সারা দিন ব্যাপি বিভিন্ন ইভেন্টে উপজেলার স্কুল, কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে গান গজল, নিত্য পরিবেশন করে। ম্যাজিক পরিবেশন করে টিভি যাদু শিল্পী কুতুব উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাঞ্চন, কার্যকরী সদস্য আলী হোসেন গেনু, বি,এন,পির উপজেলা যুগ্ম আহ্বায়ক সারওয়ার আলম। মেলায় পান্তা ইলিশের ষ্টল, গ্রামীন মাটি জিনিসের ষ্টল, মিলিয়ে পাছটি স্টল পরিলক্ষিত হয়। বিকাল চারটায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
0 Comments