তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তিন দিন বিগত হওয়ার পর ও যেন ঈদুল ফিতরের আমেজ শেষ হয়নি প্রতিটা রাস্তার মোড়ে যেন উপছে পড়া মানুষের ভীড় গাড়ির অপেক্ষমান এ যেন এক অপুরনীয় আমেজ আত্নীয় স্বজনের বাড়ী বেড়ানোর হিরিক।
তারমুল কারন শহর মুখী মানুষ যারা কর্মের কারনে ঢাকা সহ বিভিন্ন শহর থেকে নারীর টানে গ্রামের বাড়ি ঈদ উজ্জাপনের জন্য আশা তাদের লম্বা ছুটির কারনেই এবারের ঈদের বারতি সময় ঘুরে ফিরে সময় পার করতে পারছে আবার তরুন বয়সের ছেলেরা বিভিন্ন রকম খেলা ধুলায় মত্ত কেউ ফুটবল নিয়ে ব্যস্ত, কেউ ক্রিকেট নিয়ে, কেউ বা হা ডু ডু, এবার হাতে সময় থাকায় ৫০ বছরের বৃদ্ধা থেকে ২২ বছরের যুবক যুবতীরা শ্বশুর বাড়ি মামার বাড়ি ফুফুর বাড়ি খালার বাড়ি সব জায়গায় বেড়ানোর হিড়িক পড়ায় রিকশা, অটোতে ভিষণ ভীর এই সুযোগ কাজে লাগিয়ে রিকশা ও ভাড়া বাড়িয়ে দিতে কুন্ঠাবুদ করেনি ড্রাইভারা তারপরও যেন যেতে হবে গন্তব্যে,একদল যুবক অল অয়েদার রোড দেখতে চলছে হাওরের ইটনা,মিটামইন, অষ্টগ্রাম তাদের যাএা অন্য রকম পিকাপ ভ্যানে বড় স্পিকার সেট করে নাচ,গান আর হইহুল্লার মাঝে ঈদ উদযাপন, সব মিলিয়ে ২০২৫ ইং সালের ঈদুল ফিতর ছিল লম্বা সময়ের শান্তিপূর্ণ এক খুশির আলোক ছড়ানো সেই খুশির রেশ যেন থাকে সারাবছর এই প্রত্যাসা সৃষ্টি জগতের মালীকের নিকট।।
0 Comments