Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় ছেলের চুরির দায়ে প্রাণ গেল ছেলেসহ পিতার

 ফুলবাড়িয়া প্রতিনিধিঃময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফুলবাড়িয়ায় ছেলের চুরির দায়ে প্রাণ গেল ছেলেসহ পিতার।

আজ রোববার বেলা ১ টার দিকে উপজেলার নাওগাঁও দক্ষিণ পাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবদুল গফুর (৫০) ও তার ছেলে মেহেদী হাসান (১৫)। আবদুল গফুর নাওগাঁও দক্ষিণ পাড়া গ্রামের হযরত আলীর পুত্র। তিনি ফিসারির ব্যবসা করতেন বলে জানাগেছে ।


খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, পলাশীহাটা গ্রামের মো. রিপন (৩২), নাওগাঁও গ্রামের মৃত সাবান আলীর ছেলে মো. মোজাম্মেল হক (৬৫), মজিবুর রহমানের ছেলে আল আমিন (১৩)।


পুলিশ জানায়, আবদুল গফুরের প্রতিবেশী এক প্রবাসীর বাড়িতে গত দুদিন আগে চুরির ঘটনায় আজ বেলা ১১ টার দিকে সালিশ বসানো হয়। সালিশের ডাকে হাজির না হওয়ায় সেখানে থাকা লোকজন আবদুল গফুরের বাড়িতে বেলা ১ টার দিকে গেলে বাগবিতন্ডা শুরু হয়৷ এর জেরে আবদুল গফুরের বাড়িতে ভাংচুর চালানো শুরু করে সালিশের লোকজন। এ সময় আবদুল গফুর ও তার ছেলেকে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা কয়। খবর পেয়ে ফুলবাড়িয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ ও পুরুষ শূন্য হয়ে পড়ে।


নিহতের স্ত্রী শিল্পী আক্তার জানান, আমার স্বামী প্রতিবেশি মোতালেবদের কাছে ২ লাখ টাকায় ৫ বছরের জন্য ৭ কাটা জমি বন্ধক দেন। পরবর্তীতে আমাদের আরও ১ লাখ টাকার প্রয়োজন হলে তাদের কাছে টাকা চাওয়া হয়। টাকা না দিলে আমরা অন্যত্র বন্ধক দিবো। এ ঘটনায় তারা ক্ষুব্ধ হয়ে ১ লাখ দিলেও দেখে নেওয়ার হুমকি দেন। পরে আমার সতিনের ছেলে মেহেদী তাদের পুকুর থেকে ২ টা তেলাপিয়া মাছ ধরায় চুরির অপবাদে আজ  স্বামী ও সন্তানকে সালিশের নামে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে তাদেরকে মারধর করে হত্যা করেছেন।


এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, বাড়িতে চুরি হয়েছে এমন সন্দেহে বসা সালিশে না যাওয়ায় বাবা-ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রিপোর্ট লেখার আগমুহূর্ত পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments