Header Ads Widget

 


তাড়াইল উপজেলা বি এন পির সন্মেলন কে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 


তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বি,এন, পির আসছে আগামী ৩০শে এপ্রিল দ্বী বার্ষীক সন্মেলন  কে সামনে রেখে তাড়াইল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সন্মেলন প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। 

 এতে সারোয়ার হোসেন লিঠনের সঞ্চালনায় ও তাড়াইল উপজেলা বি এন পির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বি এন পির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বি এন পির সহ সভাপতি জালাল মোহাম্মদ গাউস,। জেলা বি এন পির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (ভিপি)সুমন,  করিমগঞ্জ উপজেলা বি, এন,পির আহ্বায়ক আজিজুল ইসলাম দুলাল মিয়া। বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা সেচ্ছা সেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু। , বি এন, পির উপজেলা যুগ্ম আহ্বায়ক হাজী শরিফুল মাহমুদ সুয়েব। আতিকুর রহমান অপু,  হাজী শরিফুল মাহমুদ সুয়েব, ও জাওয়ার ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি  বায়জিদ ভুইয়া বলেন বিগত দিনে যে ইউনিয়ন কমিটি গুলো করা হয়েছে তারা দলের ভাব মুর্তি নষ্ট ও বিভিন্ন অসামাজিক আচরণ করে দলকে বিভ্রান্তির পথে পরিচালিত করে আসছে,। সত্যিকারে দলে যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল তাদের নাম না রেখে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বহিরাগতদের নিয়ে কমিটি গুলো করা হয়েছে তাদের দ্বারা ভোটিং কাউন্সিল করা সম্বব না। জেলা বি এন পির যুব বিষয়ক সম্সাপাদক সাইফুল ইসলাম (ভিপি) সুমন  বলেন আমরা দীর্ঘদিন ভোটের অধিকার আদায় সংগ্রামে ছিলাম এখন ও আন্দোলন শেষ হয়নি তাই আমরা ঐক্য বদ্ধ তাকতে হবে  প্রধান অতিথির বক্তব্যে জেলা বি এন পির সাধারণ সম্পাদক  মাজাহারুল ইসলাম বলেন ছাইদুজ্জামান মোস্তফা দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন তিনি যেন তার সন্মানটুকু নিয়ে তাকতে পারেন তাকে যেন হেয়প্রতিপন্ন না করা না হয়  দিকে বিশেষ নজর রাখবেন এমন কি রতন হত্যার মত কাজ যাতে না হয় কাউন্সিলের আগে সেই দিকে লক্ষ রাখার আহ্বান জানান পরিশেষে সবার সভাপতি ছাইদুজ্জামান মোস্তফা সমাপনী বক্তৃতায় অশ্র মুক্ত ও সন্রাসমুক্ত পরিবেশে কাউন্সিল করার ও উপস্থিত থাকার আহ্বান জানান। 

Post a Comment

0 Comments