Header Ads Widget

 


হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

 


হালুয়াঘাট প্রতিনিধিঃ হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান ও সহকারী কমিশনার (ভ‚মি) জান্নাত ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উচ্ছেদ অভিযানে হালুয়াঘাট-ময়মনসিংহ মহা সড়কের দু-পাশে মহাসড়কের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা দোকান ও ভিবিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভ‚মি) জান্নাত জানান, সরকারি ভূমি দখল মুক্ত করার লক্ষে গত (১৫ এপ্রিল) মঙ্গলবার ধারা বাজারে অভিযান পরিচালনার সময় নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিলো । যারা সরিয়ে নেননি তাদের স্থাপনা ভেঙে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ দিকে দীর্ঘদিন পর ধারা বাজারে মহাসড়কের দু-পাশে উচ্ছেদ অভিযানে খুশি এলাকাবাসী, তারা জানান বাজারের সরকারি জায়গা বিভিন্ন ভাবে মানুষ দখল করতে চায়। সঠিক সময়ে এ অভিযান পরিচালনা করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Post a Comment

0 Comments