Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় বনে অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক স্থানীয়রা

 


ফুলবাড়িয়া প্রতিনিধিঃ মধুপুর বনাঞ্চলের কুল ঘেঁষা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল। শাল গজারির এ বনে ঈদের দিন ও ঈদের তৃতীয় দিনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংরক্ষিত বনে দুদিন আগুন লাগার ঘটনায় হতবাক স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ মার্চ) পুড়ে যাওয়া বাগান পরিদর্শন করেন রসুলপুর রেঞ্জের রেঞ্জ অফিসার।


    স্থানীয়রা জানান,সন্তোষপুর বনাঞ্চলের বন্যপ্রানী ও মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে প্রতিবছরের ন্যায় এবছরও ঈদকে ঘিরে বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীদের সমাগম হওয়ায় এ উপলক্ষে বিট অফিস সংলগ্ন খোলা মাঠে এক শ্রেণীর  দোকানিরা শিশুদের খেলাধূলার দোকানসহ খাবারের দোকানের পসরা সাজিয়ে বসেন। সোমবার (৩১ মার্চ)ভরদুপুরে

বিট অফিসের কাছেই রোপিত ১০ হেক্টর বেত বাগানের অংশে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ শতক জায়গায় আগুন লাগে। যদিও পৌনে এক ঘন্টার মধ্যেই স্থানীয়দের সহায়তায় বন বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকান্ডে বনের বেতগাছসহ আরও অনেক বনজ গাছ পুড়ে গেছে। এ ঘটনার দু দিন পর বুধবার আবারও আগুন লাগলে তা সাথে সাথেই নিভিয়ে ফেলে স্থানীয়রা।


সরেজমিনে গিয়ে দেখাযায়, রসুলপুর রেঞ্জের আওতাধীন  সন্তোষপুর বনের শাল গজারী গাছের নিচে ২০১০-২০১১ অর্থ বছরে সৃজিত বাগানের আংশিক বেতগাছ পুড়ে কয়লা হয়ে গেছে। এছাড়াও কয়েকটি গজারি গাছের গোড়ায় আগুন লেগে গোড়ালির আংশিক কালো আকার ধারণ করেছে। বিড়ি সিগারেটের আগুন থেকে গজারীগাছের শুকনো পাতায় আগুন ধরে গাছগুলো পুরে যাওয়ার ভাষ্য স্থানীয়দের।


        সন্তোষপুর বনাঞ্চলের মোট জায়গার পরিমাণ প্রায় ৩ হাজার ৬শ’ একর। শালবন রক্ষার্থেই মূলত সেখানে সুফল প্রকল্পের মাধ্যমে ১০ হেক্টর জায়গা জুড়ে বেত গাছ লাগিয়েছে বন বিভাগ। তবে বিভিন্ন সময় এক শ্রেনীর অসাধু বনখেকোরা বনের গাছ কেটে ফেলাসহ বনের জায়গা জবর দখল করে আসছে দীর্ঘদিন ধরে।


সন্তোষপুর এলাকার হাসিবুল, ফাহাদ বলেন, ঈদের দিন সন্তোষপুর সামাজিক বনের বানর দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা দেয়। ভিড়ের ফাঁকে কেউ হয়তোবা গজারি গাছের শুকনো পাতায় আগুন ধরিয়েছে আর নয়তো সিগারেটের আগুন থেকে আগুন লেগে গাছগুলো পুড়েছে। সংরক্ষিত বনের সুরক্ষায় বনে শর্ত সাপেক্ষে জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করা প্রয়োজন।


      সন্তোষপুর বিট অফিসার মোঃ এমদাদুল হক   জানান,সুফল প্রকল্পের অর্থায়নে রোপিত এ এন আর প্রকল্পে টহলকালিন আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষনিক আমি ও আমার স্টাফরা মিলে উপস্থিত লোকজনের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন,বনে আগুন লাগার ঘটনায় একটি অভিযোগ হয়েছে , তবে বিড়ি সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটতে পারে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

Post a Comment

0 Comments