Header Ads Widget

 


বিএনপি ধর্ম যার যার রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী-প্রিন্স

 


তরিকুল্লাহ আশরাফীঃ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ইস্টার সানডে উপলক্ষ্যে আজ দিনব্যাপী ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের গারো পাহাড় সংলগ্ন গ্রামসমূহে  খ্রিস্টান ধর্মাবলম্বী গারো স¤প্রদায়ের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । রবিবার সকালে তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া সাধ্বী তেরেজার গির্জায় , দুপুরে হলুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়নের কাতলমারী কচুয়াকুড়া পিতরের গির্জা ,কলিয়ানিকান্দা চরবাংগালিয়া গির্জায় ইস্টার সানডে উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগদিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

খ্রিস্টান ধর্মাবলম্বী গারো স¤প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স সকলকে বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার নিজের পক্ষ থেকে ইস্টার সানডে উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করেন । তিনি বলেন , আগামী দিনে বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে ইনক্লুসিভ ও রেইনবো নেশন গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ । বিএনপি ধর্ম যার যার রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী । বিএনপি ধর্ম বান্ধব দল , ধর্মান্ধ নয়। তিনি বিএনপির ওপর সকলকে আস্থা রাখার আহবান জানিয়ে বলেন , সকলের আস্থা ও সমর্থনের প্রতিদান তারেক রহমান ও বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করে সাম্য , মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মাধ্যমে দেবে ।

ধোবাউড়ার ভালুকাপাড়া গির্জায় ভালুকপাড়া প্যারিস কাউন্সিল এর ভাইস চেয়ারম্যান সন্তোষ দালবৎ, ভালুকপাড়া সেন্ট টেরেজাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. মার্শেল চিছাম, উপজাতি নেতা হারুন বংদি , সুবীর হাগিদক ,ফরিদ স্নালসহ ২৭ টি গ্রাম কাউন্সিলরগণ এবং হালুয়াঘাটে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা , পাস্টার সপ্ত ¤্রী , প্রধান শিক্ষিকা অলিভিয়া দিয়ো , পাস্টার প্রদীপ সাংমা , রাংরাপাড়া সার্কেল সেক্রেটারি সন্তোষ রেমা , পাস্টার পূর্ণ রাংসা ,ডিকন সতুয়েল রিছিল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল  , যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ , ধোবাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস , ময়মনসিংহ উত্তর জেলা জাসাস সহ সভাপতি আরাফাত কায়সার রাব্বিসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দসহ গারো স¤প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Post a Comment

0 Comments