স্টাফ রিপোর্টারঃ গাজায় ফিলিস্তিনিদের রক্ষায় ও বিশ্বের মানব জাতির শান্তি কামনায় নয়ন স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তাগাছায় বৈষ্ণব পূজা ও সেবার আয়োজন করেছে।
বুধবার মুক্তাগাছার শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে বিশ্বা শান্তি কামনায় এ বৈষ্ণব পূজা পালন করে নয়ন স্মৃতি সংসদ।
এ অনুষ্ঠানে ফিলিস্তিদের রক্ষায় এবং সমগ্র মানব জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।
0 Comments